Site icon Amra Moulvibazari

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পূর্ণগঠনে জো বাইডেনের প্রতি আহ্বান

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পূর্ণগঠনে জো বাইডেনের প্রতি আহ্বান

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পূর্ণগঠনে এবার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরােপীয় ইউনিয়নের সাবেক পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেডেরিকা মােঘেরিনি ।

তিনি বলেন , ইরানকে একটি পরমাণু শক্তিধর দেশ হওয়া থেকে বিরত রাখতেই ৬ জাতির সমঝােতা চুক্তি পুরােপুরি বাস্তবায়ন জরুরি ।

তেহরান মনে করে , পরবর্তীতে কোনও রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষমতায় আসলে ফের ওয়শিংটনকে সমঝােতা থেকে বের করে নিবে । তবে রুহানি প্রশাসন বলছে , দায়িত্ব নেয়ার পর বাইডেন তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিলে , ফের পরমাণু চুক্তিতে ফিরবে ইরান ।

সম্প্রতি ২০১৫ সালে ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য , ফ্রান্স , জার্মানি , চীন ও রাশিয়া , ইরানের সঙ্গে পরমাণু সমঝােতা চুক্তি করে । ওই সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন ফেডেরিকা মােঘেরিনি ।

পরবর্তীতে ২০১৮ প্রেসিডেন্ট ট্রাম্প ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন ।

Exit mobile version