Site icon Amra Moulvibazari

ইসরায়েলের অবৈধ বসতিতে মাইক পম্পেও’র সফর; বিক্ষোভে হাজারো ফিলিস্তিনি

ইসরায়েলের অবৈধ বসতিতে মাইক পম্পেও’র সফর; বিক্ষোভে হাজারো ফিলিস্তিনি

অবৈধ ইসারায়েলি বসতিতে মাইক পম্পেও’র সফরের বিরোধিতায় অবরুদ্ধ পশ্চিমতীরে বিক্ষোভ করেছেন হাজারো ফিলিস্তিনি।

ক্ষুব্ধ ফিলিস্তিনিদের অভিযোগ ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণে সিল মোহর দিতেই পম্পেও’র এই সফর।

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করলেও ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ভাবে না ট্রাম্প প্রশাসন।

ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান উপত্যকাতেও পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পম্পেও’র।

Exit mobile version