Site icon Amra Moulvibazari

ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু নিখোঁজ হওয়ার ৩ দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার

ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু নিখোঁজ হওয়ার ৩ দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে ১৭ দিনের শিশু চুরি হওয়ার তিন দিন পর বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশুর দাদা আলী হোসেন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে লাশটি ভেসে থাকতে দেখেন। পরে মোরেলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হ্যেছে।

আরো পড়ুনঃ ঘুমন্ত মায়ের কোল থেকে ১৭ দিনের শিশু চুরি!

নিকট আত্মীয়রাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় খুনীকে ধরতে তদন্ত করছে পুলিশ।

Exit mobile version