রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মোহাম্মদ বাবুল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১০ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ওই ভবনের আটতলা থেকে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
আরেক নির্মাণশ্রমিক জুয়েল রানা জানান, সকালে তারা কামরাঙ্গীরচর মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ওই ভবনের আটতলায় কাজ করছিলেন। এ সময় বাবুল নিচে পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, নিহত বাবুল টাঙ্গাইলের ভুয়াপুর থানার রাজাপুর গ্রামের মকবুল তালুকদারের সন্তান। তিনি নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/ইএ/এমএস