ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় অনুভূত হলো ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। এখনো কোনো প্রাণহানির খবর মিলেনি।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় জোরালো কম্পন অনুভূত হয়। মুহুর্তেই প্রাণ বাঁচাতে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। প্রাথমিকভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে জারি করা হয় সুনামি সতর্কতা।
দেশটির ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুয়া পেজাত শহরে। ভূ-ভাগ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই উৎপত্তিস্থল।