Site icon Amra Moulvibazari

বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে ছাত্র রাজনীতি দরকার

বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে ছাত্র রাজনীতি দরকার


‘ছোটবেলা থেকে আমরা যে ছাত্র রাজনীতি দেখেছি, সেই রাজনীতিতে ছিল চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষক নিয়োগ দেয় শিক্ষার্থী, মতের অমিল হলে অত্যাচার-নির্যাতন। এরকম রাজনীতি আমিও নিষিদ্ধ চাই। তবে বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে হলে রাজনৈতিক বিশ্লেষকের অবশ্যই দরকার। যেটি তৈরি করতে ছাত্র অবস্থা থেকেই একজন শিক্ষার্থীর রাজনীতির সঙ্গে জড়িত থাকা দরকার।’

শনিবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘ছাত্র রাজনীতি সংস্কার প্রস্তাবে ছাত্র নেতৃবৃন্দের বোঝাপড়া’ শীর্ষক মতবিনিময় সভায় রাবি ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যেসব কারণে আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি সেসব জায়গায় আমাদের সংস্কার করতে হবে। ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের জন্য, যা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে। একটা নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে চলতে হবে। এখানে কিছু নিয়মনীতি থাকবে। প্রশাসন কিছু আইন প্রণয়ন করবে। ইভটিজিং, সিট বাণিজ্য করলে সে অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে।

এ সময় রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা লক্ষ্য নিয়ে সংগঠিত হয়েছিল। ছাত্রলীগ এত বছর ছাত্র রাজনীতি বলতে বুঝিয়েছিল হল ক্যান্টিনে ফ্রিতে খাওয়া, চাঁদাবাজি করা, গেস্টরুম ডেকে অত্যাচার করা, মতের বিরুদ্ধে গেলে তাদের ওপর হামলা করা। আমি কথা দিচ্ছি রাবি ছাত্রদল এমন কাজ কখনো করবে না। ছাত্রদল একটি বৃহৎ দলের সহযোগী সংগঠন। এটি কোনো অঙ্গ সংগঠন না। তাই ছাত্রদলের রাজনীতিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির কোনো প্রশ্নই আসে না।

স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, গত বছরগুলোতে ছাত্র রাজনীতি বলতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হল দখল করে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা, মতের অমিল হলে ট্যাগ লাগিয়ে অত্যাচার নির্যাতন করা দেখে এসেছি। এমনকি অসংখ্য শিক্ষার্থীকে হত্যাও করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু, গবেষণামূলক ক্যাম্পাস স্থাপন করতে। যেখানে কোনো দখলদারিত্ব, চাঁদাবাজি, সিট বাণিজ্য থাকবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাসিন খান বলেন, আমার পরিচয় আমি একজন সাধারণ শিক্ষার্থী। এছাড়া আমি একজন অধিকার কর্মী। স্বৈরাচার সরকার পতনের পর একটা বড় প্রশ্ন ছিল ছাত্র রাজনীতি থাকবে কি না। গত ১৫ বছরে যে ছাত্র রাজনীতি আমরা দেখেছি গেস্টরুম, চাঁদাবাজি, অত্যাচার নির্যাতন। এই যদি হয় ছাত্ররাজনীতি, তাহলে আমরা ছাত্র রাজনীতি চাই না। যে রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের কোনো উপকারে আসে না, সে রাজনীতি আমরা চাই না।

স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version