Site icon Amra Moulvibazari

ওভারটেক করতে গিয়ে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

ওভারটেক করতে গিয়ে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২


ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হেকিমের ছেলে অটোরিকশাচালক রহমত উল্লাহ (৪৫) ও ঝালুয়া এলাকার আব্দুল জলিলের ছেলে হাবিবউল্লাহ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নান্দইল চৌরাস্তা থেকে দুটি অটোরিকশা একটি অন্যটিকে ওভারটেক করে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৫ জন আহত হন।

পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসক। অপর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ময়মনসিংহে আসার পথে একজন মারা যান।

অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার দিকে আরও একজন মারা যান। অপর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি খোরশেদ আলম বলেন, ঘটনাস্থলে কেউ মারা যায়নি। হাসপাতালে আনার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version