Site icon Amra Moulvibazari

ওলামা দলের ৫ জেলার কমিটি বিলুপ্ত

ওলামা দলের ৫ জেলার কমিটি বিলুপ্ত


বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দেশের ৫ জেলা ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা ও মহানগর, রাজবাড়ী জেলা, গোপালগঞ্জ জেলা, শরিয়তপুর জেলা, মাদারীপুর জেলা এবং এর অধীনস্থ সব থানা ও পৌর ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগির ওই জেলা ও থানা ইউনিটসমূহের নতুন কমিটি গঠন করা হবে।

এর আগে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু উপজেলা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version