Site icon Amra Moulvibazari

বাফুফের ১৫ তম সদস্য নির্বাচনের ভোট ৩০ নভেম্বর

বাফুফের ১৫ তম সদস্য নির্বাচনের ভোট ৩০ নভেম্বর


গত ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনে দুইজন সদস্য প্রার্থী এখলাছ উদ্দীন ও সাইফুর রহমান মনি সমান ৬১ করে ভোট পেয়েছিলেন। তখনই জানা গিয়েছিল, ১৫ নম্বর সদস্য নির্বাচনের জন্য ওই দুইজনের মধ্যে পূনরায় ভোট হবে। শনিবার বাফুফের নতুন কমিটির প্রথম সভায় ওই ভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

এখলাস ও মনির মধ্যে ভোট হবে ৩০ নভেম্বর। এবার আর পাঁচতারকা হোটেলে নয়, ভোট হবে মতিঝিলের বাফুফে ভবনেই। ভোটের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত। ২৬ অক্টোবর ভোট গ্রহণ হয়েছিল ৪ ঘণ্টাব্যাপি।

এখলাছ উদ্দীন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার বাইরে থাকলেও ভোটের লড়াইয়ে অনেক পরিচিত মুখকে পেছনে ফেলে শীর্ষ ১৬ জনে জায়গা করে নিয়েছেন।

তৃণমূলের এই সংগঠক পুননির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি আগেও একবার সদস্য পদে নির্বাচন করেছিলেন। তবে জিততে পারেননি।

২৬ অক্টোবর নির্বাচনে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট প্রয়োগ করেছিলেন। একটি সদস্য পদের নির্বাচনের জন্য কতজন ভোট দিতে আসেন সেটাই দেখার বিষয়। ভোটারদের সাথে দুই প্রার্থীর যোগাযোগের ওপর নির্ভর করে কাউন্সিলরদের উপস্থিতির পরিমাণ।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version