শিক্ষার সুন্দর পরিবেশের জন্য পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকারের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ডাস্টবিন স্থাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা জাগো নিউজকে বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধে জাতীয়তাবাদী ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে।
ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আকতার শুভ বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টি, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সামাজিক মুল্যবোধ রক্ষার্থে এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে কেউ যত্রতত্র ময়লা ফেলে অপরিষ্কার না করে সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ডাস্টবিন স্থাপন করেছি। ছাত্রদল ক্যাম্পাসে সুস্থ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করে যাবে।
ডাস্টবিন স্থাপন কর্মসূচিতে কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচএ/এমআইএইচএস/জিকেএস