Site icon Amra Moulvibazari

কলকাতার নতুন সিরিজে আরিফিন শুভ

কলকাতার নতুন সিরিজে আরিফিন শুভ


কলকাতার নির্মাতা পরিচালক সৌমিক সেনের নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজের জন্য গত শুক্রবার কলকাতা গিয়েছেন আরিফিন শুভ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এ সিরিজের কাহিনি তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভকে দেখা যাবে। সিরিজটি দেখা যাবে সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে। জানা গেছে, সাত দিন ধরে ‘জ্যাজ সিটি’র শুটিং চলছে।

২০২৩ সালে নির্মাতা সৌমিক সেনের লেখা ‘জুবিলি’সিরিজটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। এটি নির্মাণ করেছিলেন বিক্রম মোতওয়ান। ‘জুবিলি’সিরিজটিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা ও রাম কাপুর। এতে তারা বলিউডের জন্মকথা তুলে ধরেছিলেন।

এবারেও তার সিরিজে বিভিন্ন চমক থাকছে। যেমন, আরিফিনের বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এরই মধ্যে তিনি শুটিং শুরু করেছেন। এ ছাড়াও রয়েছেন, টালিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে। সম্ভবত বাংলাদেশে সিরিজের কোনো শুটিং হবে না জানা গেছে।

ইংরেজিসহ বিভিন্ন ভাষার গান এ সিরিজে শোনা যাবে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শোনা যাবে।

এদিকে আরিফিন শুভর গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। দীর্ঘ সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। বিচ্ছেদের পর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত তারকা জান্নাতুল ঐশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ওঠে মিডিয়াপাড়ায়।

শোবিজ অঙ্গনের দুই তারকা শুভ-ঐশীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। নেটিজেনরা মনে করছেন, সেই গুঞ্জনের প্রভাবই হয়তো পড়েছে নায়কের সাংসারিক জীবনে। যে কারণে অর্পিতা-শুভর বিচ্ছেদের সিদ্ধান্ত।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আরিফিন শুভর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ফ্যাশন ডিজাইনার অর্পিতা। এদিকে অভিনেত্রী ঐশীর ঢালিউডে অভিষেক হয় আরিফিন শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version