Site icon Amra Moulvibazari

জামালপুরে ইউপি চেয়ারম্যানের কার্যালয় পুড়িয়ে দেওয়া হলো

জামালপুরে ইউপি চেয়ারম্যানের কার্যালয় পুড়িয়ে দেওয়া হলো


জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান লাকপতির ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে কামালপুর মির্ধাপাড়া মোড়ে অবস্থিত ওই কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির দাবি, ইউনিয়ন পরিষদের মেম্বারদের সঙ্গে দ্বন্দ ও রাজনৈতিক কারণে তার কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি।

তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কামালপুর মির্ধাপাড়া মোড়ে একটি ব্যক্তিগত কার্যালয় স্থাপন করেন। অফিসের কাজের বাইরে নিজের ঠিকাদারি কাজ দেখভাল করার জন্য এই কার্যালয় ব্যবহার করতেন।

এর আগে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রথমবার এই কার্যালয় ভাঙচুর করা হয়। সবশেষ শনিবার রাতে লাকপতির ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দেওয়া হলো। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ ঠিকাদারি কাজের মালামাল পুড়ে যায়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা স্পষ্ট নয়।

মশিউর রহমান লাকপতি জানান, স্থানীয় এক ব্যক্তি ও তার পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে তার বিরোধ চলছে। এর আগেও তারা তার বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেছেন। তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। কেউ যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে অবশ্যই তা খুঁজে বের করা হবে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version