Site icon Amra Moulvibazari

দরজায় ধাক্কা খেয়ে আহত শাকিব খান

দরজায় ধাক্কা খেয়ে আহত শাকিব খান


শাকিব খান ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করছেন। এর মাঝেই দুর্ঘটনার খবর পাওয়া গেছে। জানা গেছে শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত পেয়ে আহত হয়েছেন এ অভিনেতা। চোখের ঠিক ওপরে এ আঘাত পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এ সিনেমার নির্মাতা মেহেদী হাসান।

মেহিদী হাসান জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। কিছু সময় তাকে বিশ্রামে থাকতে হবে।

‘বরবাদ’ সিনেমার শুটিং চলছে ভারতের মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে। সিনেমার নির্মাতা গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।’

শাকিব খান ‘বরবাদ’ শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন এ নায়ক। অন্যদিকে আসছে ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’সিনেমা। একসঙ্গে ২০টি দেশে এ মুক্তি পাবে বলে জানা গেছে। এটি দারুণ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন এ সিনেমার নির্মাতা অনন্য মামুন।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version