Site icon Amra Moulvibazari

খাগড়াছড়িতে পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীদের সড়ক অবরোধ; পর্যটকদের গাড়ি ভাঙচুর

খাগড়াছড়িতে পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীদের সড়ক অবরোধ; পর্যটকদের গাড়ি ভাঙচুর

ছাত্রলীগের নতুন গঠিত উপজেলা কমিটি বাতিলের দাবিতে রোববার সকালে খাগড়াছড়ি দিঘীনালা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে পদবঞ্চিত নেতা কর্মীরা।

এ সময় পর্যটকবাহী অন্তত ১০টি গাড়ী ভাঙচুর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় তিনজনকে।

একই দাবিতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির নেতাকর্মীদের একাংশ। তারা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান পাওয়াদের নিয়ে নানা অভিযোগ করেন।

তবে বিতর্কিত কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এদিকে পর্যটন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানো কাওকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।


আরো পড়ুনঃ

Exit mobile version