Site icon Amra Moulvibazari

কে হচ্ছেন বাঁধনের নতুন জীবনসঙ্গী?

কে হচ্ছেন বাঁধনের নতুন জীবনসঙ্গী?


দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী সনেটের সঙ্গে আজমেরী হক বাঁধন বিয়ের পিড়িঁতে বসেন। বিয়ের এক বছর পর তার কোল জুড়ে আসে কন্যা সন্তান সায়রা। ডিভোর্স সার্টিফিকেট অনুযায়ী ২০১৪ সালের ১০ আগস্ট বিচ্ছেদ হয়ে যায় বাঁধন ও সনেটের।

এরপর প্রায় এক দশক ধরে সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করে তুলেছেন তিনি। মাঝখানে গেছে অনেক লড়াই ও সংগ্রামের কাল। একজন সফল মা হিসেবে মেয়ের কাছে হয়েছেন সবচেয়ে বড় প্রেরণা। তিনিও নিজের জীবনকে সাজিয়েছেন মেয়া সায়রাকে কেন্দ্র করে।

তবে হঠাৎ করেই লাক্স তারকা বাঁধন আলোচনায় রয়েছেন নতুন বিয়ে প্রসঙ্গে। চারদিকে ছড়িয়েছে, তিনি আবার বিয়ে করতে যাচ্ছেন। এ নিয়ে অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে সাড়া জাগানো এই অভিনেত্রী কোনো লুকোচুরি করছেন না। নিজেই জানিয়েছেন, নতুন করে জীবন শুরু করতে চাওয়ার কথা। তাই কে হচ্ছেন বাঁধনের নতুন জীবনসঙ্গী সে নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই।

এখনো জীবনসঙ্গী হিসেবে কাউকে খুঁজে পাননি বলে জানান বাঁধন। তবে জানালেন কেমন জীবনসঙ্গী চান তিনি। বাঁধন বলেন, ‘আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না।’

তিনি বলেন, ‘বিষয়টা এ রকম না যে আশপাশে জীবনসঙ্গী ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু নিঃসন্দেহে মনে করি, জীবনসঙ্গী দরকার আছে। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে তাকে সঙ্গী হিসেবে পথচলা যেতেই পারে।’

বাঁধন বিভিন্ন গণমাধ্যমে জানান, গত এক-দেড় বছর হলো তিনি জীবনসঙ্গীর কথা সিরিয়াসলি ভাবছেন!

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনসঙ্গী প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমার মেয়ে এখন বড় হয়েছে। ও বুঝতে শিখছে, মায়ের সবকিছুই একা একা করতে হয়। মাকে একা কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।

বাঁধন বর্তমানে বেশ কিছু কাজ নিয়েও ব্যস্ত আছেন। সিনেমা ও ওটিটিকে প্রাধান্য দিয়েই ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version