Site icon Amra Moulvibazari

চিনি কম লিকার বেশি দিয়ে বায়োস্কোপের যাত্রা

চিনি কম লিকার বেশি দিয়ে বায়োস্কোপের যাত্রা


এই প্রজন্মের তরুণদের হাত ধরে গড়ে উঠছে অনেক গানের অনেক ব্যান্ড। সেই ভিড়ে আলাদা করে পরিচিতি পেয়েছে বায়োস্কোপ। নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে এল গানের দলটি। এ গানের শিরোনাম ‘চিনি কম লিকার বেশি’।

গানটি টিএসসির চা বিক্রেতা স্বপন মামাকে উৎসর্গ করেছে করেছে বায়োস্কোপ। দলটি জানায়, গেল বৃহস্পতিবার থেকে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এ গান।

ব্যান্ডের সদস্য তারেক বলেন, ‘এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির জীবন ইতিহাস স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেল।’

শিগগিরই ‘হেলায় ফেলায়’ ও ‘বিসিএস’ নামে আরও দুটি গান প্রকাশ পাবে বলে জানিয়েছে বায়োস্কোপ।

বায়োস্কোপ ব্যান্ডের লাইনআপ:
অরণ্য আকন (ভোকাল ও গিটার), সাহস মোস্তাফিজ (ভোকাল ও মেলোডিকা), বাপ্পি নবী (ভোকাল ও গিটার), লোবান (ড্রামস), আবির দাস (পারকেশন), তারেক আহসান (ভোকাল ও বেজ গিটার)।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version