গেল কয়েক বছরের সবচেয়ে বিতর্কিত ব্যালন ডি’অর ঘোষণা করা হয়েছে এবার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস পুরস্কার ঘোষণার কয়েক মাস আগে থেকে ব্যাপক আলোচনায় থাকলেও শেষ বেলায় দৃশ্যপট পাল্টে যায়। ব্যালন ডি’অর পুরস্কার ওঠে স্প্যানিশ ফুটবলার রদ্রির হাতে।
আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টা আগেই বিজয়ীর নাম ফাঁস হয়ে যায় এবার। জানা যায়, ভিনিসিয়ুস নন, ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। এরপর গেল ২৮ অক্টোবর প্যারিসের সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ, ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়রা।
বিতর্ক ছড়িয়ে পড়ার পর কত ব্যবধানে ভিনিকে হারিয়ে পুরস্কার জিতেছেন রদ্রি, এ নিয়ে ফুটবল ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই। অবশেষে ভক্তদের সেই কৌতুহল পূরণ করলো ফরাসি সংবাদমাধ্যম ‘এল’ইকুইপ’। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমটি ভিনি ও রদ্রির ভোটের ব্যবধান প্রকাশ করেছে।
আজ শনিবার ভোটের ব্যবধান প্রিন্ট সংস্করণে ছাপিয়েছে ফ্রান্স থেকে প্রকাশিত বিশ্ব ফুটবলের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।
Détail des votes du Ballon d’Or 2024 : seulement 41 points séparent Rodri et Vinicius Jr.
Avant la diffusion du détail des votes de tous les jurés, pays par pays et pour tous les trophées, à retrouver dans France Football ce samedi en kiosque ainsi que sur le site et l’appli… pic.twitter.com/z1IT8N6Q4r
— L’ÉQUIPE (@lequipe) November 8, 2024
প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ৪১ পয়েন্ট বেশি পেয়ে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। স্প্যানিশ মিডফিল্ডারের মোট পয়েন্ট ১১৭০। আর ভিনির পয়েন্ট ১১২৯।
এবারের ব্যালন ডি’অর বিজয়ী বের করে আনতে ভোট দিয়েছেন ৯৯ জন বিচারক। প্রাথমিকভাবে বাছাইকৃত ৩০ জনের তালিকা থেকে সেরা ১০ ফুটবলারকে নির্বাচিত করেন তারা। এরপর তাদের ক্রমানুযায়ী সাজান।
অর্থাৎ প্রত্যেক বিচারক ৩০ জনের তালিকা থেকে সেরা ১০ জনকে বেছে নেন। যে ফুটবলারকে তালিকার এক নম্বরে রাখা হয়, তিনি পান ১৫ পয়েন্ট। পরের ৯ ফুটবলার যথাক্রমে ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২, ১ করে পয়েন্ট পান।
প্রত্যেক বিচারকের হাতে থাকে ৬৭ পয়েন্ট করে। ৯৯ বিচারকের হাতে থাকে মোট ৬৬৩৩ পয়েন্ট।
অবাক করা বিষয় হলো, রদ্রিকে ২০২৩-২০২৪ মৌসুমের সেরা ফুটবলার মনে করেননি ৫ বিচারক। অর্থাৎ তারা রদ্রিকে সেরা ফুটবলারের ভোট দেননি। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ভিনিকে সেরা মনে করেননি ৩ বিচারক।
গেল মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ লা লিগা শিরোপা জিতেছিল রিয়াল। মজার বিষয় হলো- রিয়ালে খেলেননি এমন ফুটবলারদের মধ্যে আটালান্টার নাইজেরিয়ান ফুটবলার আদেমোলা লোকম্যান, পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আরলিং হালান্ড ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজও সেরা ফুটবলারের ভোট পেয়েছেন।
একইসঙ্গে রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইংলিশ ফরোয়ার্ড জুড বেলিংহ্যাম, স্পেনের ডিফেন্ডার দানি কার্ভাহাল, জার্মান ফরোয়ার্ড টনি ক্রুস কয়েকজন বিচারক কর্তৃক সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।
এবারের ব্যালন ডি’অরে রদ্রি ও ভিনির পরের সেরা ৮ স্থান দখল করা ফুটবলাররা হলেন-
জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), দানি কার্ভাহাল (স্পেন, রিয়াল মাদ্রিদ), আরলিং হাল্যান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি), লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ইন্টার মিলান), লামিন ইয়ামাল (স্পেন, বার্সেলোনা), টনি ক্রুস (জার্মানি, রিয়াল মাদ্রিদ), হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)।
এমএইচ/এএসএম