Site icon Amra Moulvibazari

রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমারের নতুন সরকার!

রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমারের নতুন সরকার!

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের নতুন সরকার নিয়ে আশাবাদী বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, বদনাম ঘোচাতে রোহিঙ্গাদের ফেরত নেবে সুচির নেতৃত্বাধীন নতুন সরকার।

এ ব্যপারে অন্যান্য দেশও সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।


আরো পড়ুনঃ

Exit mobile version