Site icon Amra Moulvibazari

ট্রাম্পের কাছে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ ঘোষণা বাইডেনের

ট্রাম্পের কাছে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ ঘোষণা বাইডেনের


যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেননি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফলাফল, ক্যাপিটল হিলে ঘটে যায় ভয়াবহ দাঙ্গা-হামলার ঘটনা। এবারের নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন তিনি, হেরে গেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টি। কিন্তু এবার আর গতবারের মতো সংঘাতের আশঙ্কা নেই। কারণ, এরই মধ্যে পরাজয় স্বীকার করেছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংক্ষিপ্ত ভাষণে বাইডেন বলেন, আগামী ২০ জানুয়ারি আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবো। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা নির্বাচনের ফলাফল মেনে নিচ্ছি।

আরও পড়ুন>>

বাইডেন তার বক্তব্যে আরও বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে বুধবার ফোনে কথা বলেছেন এবং তাকে হোয়াইট হাউসে বৈঠকের জন্য আমন্ত্রণও জানিয়েছেন।

প্রেসিডেন্ট জানিয়েছেন, একই দিন তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও ফোনে কথা বলে তাকে তার প্রচারণার জন্য অভিনন্দন জানিয়েছেন। বাইডেন বলেন, কমলা হ্যারিস অনুপ্রেরণাদায়ক প্রচারণা চালিয়েছেন এবং তার মধ্যে একটি শক্তি রয়েছে যা অন্যদের অনুপ্রাণিত করে।

অনেক ডেমোক্র্যাট নেতাই ট্রাম্পের বিপক্ষে দলের পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন। তবে বাইডেন তার সমর্থকদের হতাশ না হতে অনুরোধ করেছেন। তিনি বলেন, কেবল জয়ী হলেই দেশকে ভালোবাসা যায় না। ব্যর্থতা এড়ানো অসম্ভব, কিন্তু হাল ছেড়ে দেওয়া অপরাধ।

নির্বাচনের প্রচারণায় দুই পক্ষই একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করেছে। কিন্তু নির্বাচন যেহেতু শেষ, তাই এখন উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানান জো বাইডেন।

সবশেষে যুক্তরাষ্ট্রের ভোটিং সিস্টেমের স্বচ্ছতা ও সততার প্রশংসা করেন বাইডেন এবং এই ফলাফলকে বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেন। ‘এটি সৎ, ন্যায়সঙ্গত ও স্বচ্ছ,’ বলে বক্তব্য শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version