Site icon Amra Moulvibazari

মসজিদের সুইচ বন্ধ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

মসজিদের সুইচ বন্ধ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮


নাটোরের বড়াইগ্রামে মসজিদে বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে দুই মুসল্লির মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বাড়িঘর। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কেচুয়াকোড়া টলটলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত পাঁচজনকে প্রথমে বড়াইগ্রাম ও নাটোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টলটলিপাড়া জামে মসজিদে বৃহস্পতিবার (৭ নভেম্বর) এশার নামাজ পড়তে গিয়ে বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে আফসার হোসেন (৬৫) ও জব্বার আলী (৬০) নামের দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে জব্বার আলী ও তার পক্ষের ১০-১২ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আফসার হোসেনের লোকজনের ওপর হামলা করেন। এতে আহত হন সাব্বির হোসেন (১৬), খায়রুল ইসলাম (৩২), বক্কার হোসেন (৫০), মিলন হোসেন (১৮) ও ইমাম হোসেন (৫০)। পরে আফসার হোসেনের লোকজন জব্বার আলীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। এসময় বাধা দিতে এলে আহত হন আরও ৩-৪ জন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিয়েছে। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version