Site icon Amra Moulvibazari

‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমার জয়জয়কার, নতুন খবর দিলেন নির্মাতা

‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমার জয়জয়কার, নতুন খবর দিলেন নির্মাতা


‘ভুল ভুলাইয়া-৩’সিনেমার জয়জয়কার চলছে। এটি মুক্তির পর থেকে এ পর্যন্ত ভারতে ১৫৮ কোটি রুপি ব্যবসা করেছে। আশা করা হচ্ছে এমন ধারা অব্যাহত থাকলে শিগগিরই সিনেমাটি ২০০ কোটির ঘর অতিক্রম করবে। ১ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমাটির দিন যত যাচ্ছে ব্যবসাও তত বাড়ছে।

এমন আনন্দের খবরের মাঝে নতুন তথ্য হচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন নির্মাতা অনীশ বাজমি। বলিউড সূত্র বলছে, এরই মধ্যে চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন অনীশ। ‘ভুল ভুলাইয়া-৩’র মতোই এ সিনেমার চতুর্থ পর্বতেও ব্যাপক চমক থাকবে। শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায় যেমন ‘মঞ্জুলিকা’ রূপে ফিরেছেন বিদ্যা বালান। চতুর্থ পর্বেও তিনি থাকছেন। শুধু তাই নয়, ‘ভুল ভুলাইয়া-৪’-এ নাকি দেখা যাবে অক্ষয় কুমার ও কিয়ারা আদবাণীকেও। তবে এখনই সিনেমাটি নিয়ে এর টিম মুখ খুলতে চাইছেন না।

এখন থেকে ১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া’। যা কিনা সাইকোলজিক্যাল থ্রিলারের ঘরানাকে অনুসরণে নির্মাতা প্রিয়দর্শন এটি তৈরি করেছিলেন। হঠাৎ করেই ২ বছর আগে নির্মাতা অনীশ বাজমি ‘ভুল ভুলাইয়া’কে করে তুললেন হরর-কমেডি ঘরানার। ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমার গল্প দুই বোন মঞ্জুলিকা-অঞ্জুলিকা, ভাই দেবেন্দ্রকুমার এবং রাজ সিংহাসন দখলের। মঞ্জুলিকা-অঞ্জুলিকা একাধারে যোদ্ধা ও দুরন্ত নৃত্যশিল্পী। কিন্তু তবুও রাজ সিংহাসন জোটে রাজকুমার দেবেন্দ্রর কপালে। এরপর শুরু হয় হিংসার আগুন, প্রতিশোধ ও ক্ষমতার লড়াই।

একই সিনেমায় মাধুরী এবং বিদ্যার উপস্থিতিতেই ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ ছিল। ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখতে উৎসুক ছিলেন দর্শকরা। মুক্তির আগে থেকে টিকিট বুকিংয়ের জন্য প্রতিযোগিতা লেগে যায়। ভারতের মেট্রো সিটিগুলোতে চড়া দামে বিক্রি হয় ‘ভুল ভুলাইয়া-৩’র টিকিট।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version