Site icon Amra Moulvibazari

তিন মাসে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি চোখে পড়েনি: এটিএম মাছুম

তিন মাসে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি চোখে পড়েনি: এটিএম মাছুম


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, গত তিন মাসে অন্তর্বর্তী সরকার তেমন কোনো উন্নয়ন না করলেও তাদের কোনো দুর্নীতি চোখে পড়েনি। ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি থাকলে এতদিন বাংলাদেশ কবরস্থানে পরিণত হতো।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে নোয়াখালীর একটি কনভেনশন হলে জেলা জামায়াত আয়োজিত জেলা আমিরের শপথ উপলক্ষে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এটিএম মাছুম বলেন, ‘স্বৈরশাসক ও তাদের দোসরদের দুষ্কর্মের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে। অপশক্তির অপকর্ম বারবার অতীতকে স্মরণ করিয়ে বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চক্রান্তে লিপ্ত।’

স্বৈরাচারদের জাতির দুশমন আখ্যা দিয়ে জামায়াতের এ নেতা বলেন, ‘গত ১৭-১৮ বছর ধরে যারা গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা দিয়ে অন্যায়-অত্যাচার করেছেন, তারা আর কোনোদিন ক্ষমতায় আসুক তা দেশবাসী চায় না। বরং তাদের দ্রুত বিচারের আওতায় এনে বিচারের দাবি গণমানুষের।’

আওয়ামী গুজব নিয়ে এটিএম মাছুম বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলে দেওয়ার জন্য আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে। দেশ ও বিদেশ থেকে যেসব চাপ দেওয়া হচ্ছে সামনেও দেওয়া হবে। তাদের এসব গুজব ও চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জনগণের ঐক্য বিনষ্ট করার জন্য আওয়ামী লীগ ও তাদের দোসররা জামায়াতের বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘কোনোভাবেই আমরা আইন হাতে তুলে নেবো না। কিন্তু যারা গুজব ছড়ায়, ষড়যন্ত্র করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো।’

অনুষ্ঠানে জেলা আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার পুনরায় আমির মনোনীত হওয়ায় তাকে শপথ বাক্য পাঠ করান মাওলানা এটিএম মাছুম।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version