Site icon Amra Moulvibazari

ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধিদের বাংলাদেশ সফর

ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধিদের বাংলাদেশ সফর


যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাডের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। ৬ থেকে ৮ নভেম্বর বাংলাদেশ সফর করেন প্রতিনিধিদলের সদস্যরা।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা (এইচএডিআর) বিষয়ক যৌথ উদ্যোগের বিষয়গুলো এই সফরে বিশেষভাবে আলোচিত হয়েছে।

এ সফরে ডেপুটি কমান্ডার জেনারেল রাড বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এছাড়াও প্রতিনিধিদল মিরপুরে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের সঙ্গে বৈঠক করেন।

দ্বিপাক্ষিক আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরির লক্ষ্যে যৌথ মহড়া আয়োজন এবং যৌথ প্রশিক্ষণ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও প্রতিনিধিদল সেনাসদর আয়োজিত মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ব্রিফিং সেশনে অংশগ্রহণ করে। যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চ্যালেঞ্জ এবং সক্ষমতার বিষয় আলোচনা হয়।

দুর্যোগ প্রতিরোধে প্রস্তুতি ও সক্ষমতা বাড়াতে উদ্যোগ এবং সংকটকালীন দ্রুততার সঙ্গে পুনরুদ্ধার কার্যক্রমের জন্য যৌথ উদ্যোগের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার লক্ষ্যে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে আইএসপিআর।

টিটি/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version