Site icon Amra Moulvibazari

আড়িয়াল খাঁ নদে ভাসছিল মরদেহ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল মরদেহ


মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের কলাতলা এলাকার আড়িয়াল খাঁ নদের বেড়িবাঁধ সংলগ্ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়িবাঁধের পাশে নদে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহের পরনে নীল রঙের হাফপ্যান্ট এবং টি-শার্ট পরা আছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version