Site icon Amra Moulvibazari

‘ক্রাইম পেট্রোল’ অভিনেতার রহস্যজনক মৃত্যু

‘ক্রাইম পেট্রোল’ অভিনেতার রহস্যজনক মৃত্যু


ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নিতীন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৩৫ বছর। ভারতের জনপ্রিয় টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রোল’-এ অভিনয় করেছিলেন তিনি।

তরুণ এই অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত ভারতের বিনোদন দুনিয়া। তার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এখনও সেবিষয়ে নিশ্চিত করেনি কোনো পক্ষ। পরিচিতদের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, নিতীন আত্মহত্যা করে থাকতে পারেন।

উত্তর প্রদেশের আলীগড়ের ছেলে নিতীন একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি-২’ বিজয়ী নিতীন ওই শো থেকেই পরিচিতি পেয়েছিলেন। ‘স্পিলটস ভিলা’র সিজন পাঁচের বিজেতাও তিনি। এ ছাড়া ‘জিন্দেগি ডট কম’, ফ্রেন্ডস’সহ আরও বিভিন্ন শোতে ছিলেন তিনি।

২০২২ সালে টেলিভিশন শো ‘তেরা প্যায়ার হুঁ ম্যাঁয়’তে নিতীনকে শেষ দেখা গিয়েছিল। ভারতের বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে জানা গেছে, এই টেলিভিশন ধারাবাহিকে নিতীনের দুই সহশিল্পী সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তারাও বিস্তারিত কিছু জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিতীনের সহশিল্পী বিভূতি ঠাকুরের পোস্ট বলছে, নিতীন আত্মহত্যা করেছেন।

নিতীনের মৃত্যুর খবর পেয়ে গতকাল (৭ নভেম্বর) বৃহস্পতিবার তার বাবা আলিগড় থেকে মুম্বাইতে গেছেন। ছেলের মরদেহ আলীগড়ে নিয়ে যাবেন তিনি। সেখানেই এই তরুণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

আরএমডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version