Site icon Amra Moulvibazari

জামাত-ই-ইসলামির সমর্থনে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী: কেরালার মুখ

জামাত-ই-ইসলামির সমর্থনে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী: কেরালার মুখ


মুসলিম সংগঠন জামাত-ই-ইসলামির সমর্থনে কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপি নয়, এমন অভিযোগ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়েনাডে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। সেখানে প্রিয়াঙ্কার মূল লড়াই সাবেক বিধায়ক তথা সিপিআইয়ের রাজ্য সহসম্পাদক সত্যেন মোকেরি ও বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে।

বিজয়নের অভিযোগ, জামাত ঘনিষ্ঠ সংগঠন ওয়েলফেয়ার পার্টি প্রিয়াঙ্কার পক্ষে ভোটে নেমেছে।

তিনি দাবি করেন, কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খসে পড়েছে।

বিজয়ন অতীতেও ‘ইসলামি শক্তি’র সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ার অভিযোগ তুলেছেন। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফের দ্বিতীয় বৃহত্তম শক্তি ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ’-এর বিরুদ্ধেও বিজেপির সুরে সুর মিলিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন তিনি।

গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলী ও ওয়েনাড, দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। দু’টি কেন্দ্রেই সাড়ে তিন লাখের বেশি ব্যবধান তিনি জয়ী হন। পরে রায়বরেলী আসনটি রেখে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দেন রাহুল।

পরিসংখ্যান বলছে, ২০০৯ সালের আসন পুনর্বিন্যাসে সৃষ্ট কেরালার ওয়েনাড লোকসভায় কখনও হারেনি কংগ্রেস।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version