Site icon Amra Moulvibazari

হোয়াটসঅ্যাপ থেকেই ছবি সার্চ করতে পারবেন

হোয়াটসঅ্যাপ থেকেই ছবি সার্চ করতে পারবেন


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নতুন ফিচার আনছে প্ল্যাটফর্মটি। সারাক্ষণ প্ল্যাটফর্মটিকে আপডেট করতে ব্যস্ত সময় পার করছে মেটা। এবার একেবারে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। শেয়ার করা ছবির সত্যতা যাচাই করাই লক্ষ্য এই ফিচারটির।

এবার থেকে অ্যাপটির মধ্যে সরাসরি ওয়েব-ভিত্তিক ছবি সার্চ করার সুবিধা দেবে এই ফিচারটি। বাছাই করা বিটা ব্যবহারকারীদের মধ্যে ধীরে ধীরে এই ফিচার রোল আউট করা হবে। যা ছবি দেখার সময় অ্যাপের অপশন মেন্যুর মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো এরই মধ্যে এই ফিচার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে। জানিয়েছে যে, বিটা ব্যবহারকারীরা এখন এই টুল ব্যবহার করতে পারবেন। যা নিরাপত্তা এবং সুবিধার অতিরিক্ত স্তর প্রদান করবে। সেই সঙ্গে এটি ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে মূল্যবান হয়ে উঠবে।

বর্তমানে ডিজিটাল পদ্ধতির সুযোগ নিয়ে অসাধুরা ছবি নানান ভাবে এডিট করে তা ছড়িয়ে দিচ্ছে। ফলে হেনস্তার স্বীকার হচ্ছেন অনেকেই। তবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি প্র্যাকটিক্যাল টুল হিসেবে কাজ করবে। যা ব্যবহারকারীদের সঠিক তথ্য প্রদান করবে।

ব্যবহারকারীদের হাতে অনেক সময় সঠিক তথ্যের অ্যাক্সেস থাকে না, বিশেষ করে তখন, যখন একাধিক চ্যানেলে ব্যাপকভাবে কোনো ছবি ছড়িয়ে পড়ে। ছবির সত্যতা যাচাই করার ক্ষেত্রে সুবিধা হবে ব্যবহারকারীদের। ভুল তথ্য এবং গুজব ছড়িয়ে পড়া কমাতে সাহায্য করবে হোয়াটসঅ্যাপ। ফলে নিরাপদ তথ্যের একটা পরিবেশ তৈরি হবে।

এই ফিচার ব্যবহার করার জন্য-

>> নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যাটে একটি ছবি খুলতে হবে ব্যবহারকারীকে।
>> এরপর থ্রি-ডট মেন্যু আইকনে ক্লিক করতে হবে।
>> এবার ওভারফ্লো মেন্যু থেকে সার্চ অন ওয়েব সিলেক্ট করতে হবে।
>> এর ফলে রিভার্স ইমেজ সার্চ হবে। এতে ছবির আসল উৎস খুঁজে পাওয়া সম্ভব হবে। ছবিটি আদৌ এডিটেড কি না, সেটাও বোঝা যাবে।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version