Site icon Amra Moulvibazari

সিগারেটের জন্য পা ভাঙে যেভাবে

সিগারেটের জন্য পা ভাঙে যেভাবে


সিগারেটের জন্য পা ভাঙে যেভাবে
রাস্তায় দুই বন্ধুর দেখা। এক বন্ধু খুঁড়িয়ে হাঁটছে—

১ম বন্ধু: কী রে, তোর পা ভাঙল কীভাবে?
২য় বন্ধু: আরে বলিস না ভাই, সিগারেটের জন্য!
১ম বন্ধু: সে আবার কী কথা, সিগারেটের জন্য পা ভাঙবে কীভাবে?
২য় বন্ধু: আর বলিস না, সিগারেটটা ছুড়ে মেরেছিলাম খোলা ম্যাহহোলে।
১ম বন্ধু: তাতেই বা সমস্যা কোথায়? তাতেই বা পা ভাঙবে কেন?
২য় বন্ধু: অভ্যাসবশে পা দিয়ে মাড়িয়ে নেবাতে গিয়েছিলাম।

****

যেমন প্রেমিক তেমন প্রেমিকা
ছোট্ট মলির বয়স মোটে ৩ বছর। সে বসে আঁকিবুঁকি করছিল। এমন সময় মলির মা এসে বললেন-

মা: মলি মা আমার, কী করছ?
মলি: বান্টিকে চিঠি লিখছি মা।
মা: কিন্তু তুমি তো এখনো লিখতে জানো না।
মলি: বান্টিও এখনো পড়তে জানে না মা।

****

চোরের সাক্ষী
উকিল বলছেন চোরকে, ‘তুমি বলছ, তুমি নিরপরাধ, অথচ পাঁচজন সাক্ষী বলছে, তারা তোমাকে দোকান থেকে ঘড়িটা চুরি করতে দেখেছে।’
চোর: হুজুর, আমি এমন ৫০০ জনকে হাজির করতে পারব, যারা আমাকে চুরি করতে দেখেনি!

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version