Site icon Amra Moulvibazari

গাইবান্ধায় ক্রেতা সেজে স্বর্ণের দোকানে চুরি

গাইবান্ধায় ক্রেতা সেজে স্বর্ণের দোকানে চুরি


গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্রেতা সেজে স্বর্ণের দোকান থেকে প্রায় ৫১ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে এক দম্পতি। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বৈরাগীর মার্কেটের স্মরণ জুয়েলার্সে ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে দোকান মালিক সাধন চন্দ্র মোহন্ত গোবিন্দগঞ্জ থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দোকান মালিক সাধন মোহন্ত জানান, ক্রেতা সেজে পুত্র সন্তানসহ এক অপরিচিত দম্পতি তার ব্যবসাপ্রতিষ্ঠান স্মরণ জুয়েলার্সে আসেন। সেখানে কানের দুল পছন্দের এক পর্যায়ে জুয়েলার্সের মালিক অন্য ক্রেতার সঙ্গে ব্যস্ত থাকার সুযোগে ওই দম্পতির নারী ক্রেতা শো-কেসের ঢাকনা খুলে তিনটি সোনার আংটি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫১ হাজার টাকা। পরে শো-কেসে আংটি দেখতে না পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ওই অজ্ঞাত দম্পতিকে আসামি করে থানায় একটি চুরির এজাহার দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামি শনাক্তের কাজ চলছে। তবে মুখ ঢেকে থাকায় নারীকে চিনতে সমস্যা হচ্ছে।

এ এইচ শামীম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version