Site icon Amra Moulvibazari

পটুয়াখালীতে শহীদ ‘হৃদয় তরুয়া চত্বর’ উদ্বোধন

পটুয়াখালীতে শহীদ ‘হৃদয় তরুয়া চত্বর’ উদ্বোধন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হৃদয় তরুয়ার স্মরণে পটুয়াখালীতে ‘হৃদয় তরুয়া চত্বর’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় সার্কিট হাউস সংলগ্ন ঝাউতলা রোডে অবস্থিত এই গোলচত্বরটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

অনুষ্ঠানে হৃদয় তরুয়ার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার বাবা রতন তরুয়া। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, যার মধ্যে ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও উপসচিব জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিবুল আলম। এছাড়াও, সেনাবাহিনীর মেজর সামিউল এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাইনুল হাসান উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি সদর থানা সভাপতি কামাল হোসেন এবং ছাত্র প্রতিনিধিরা, যার মধ্যে ছিলেন তোফাজ্জেল হোসেন, মো. সজিবুল ইসলাম সালমান, রিফায়েত কবির খান, সাগর চৌধুরী, আবু রাইয়ান মো. সাকের, নাজমুল হক সাধীন, মো. সাফায়েত সাফী প্রমুখ।

অনুষ্ঠানে হৃদয় তরুয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তার সাহসী ভূমিকা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ‘হৃদয় তরুয়ার স্মরণে এই চত্বর তার সাহসী আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে চিরকাল আমাদের সামনে থাকবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

বিশেষ চত্বর নির্মাণের মাধ্যমে হৃদয় তরুয়ার স্বপ্ন এবং লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন উপস্থিত সবাই।

আব্দুস সালাম আরিফ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version