Site icon Amra Moulvibazari

ট্রাম্পের জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন কারাবন্দি ইমরান খান

ট্রাম্পের জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন কারাবন্দি ইমরান খান


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার এই জয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এ তথ্য নিশ্চিত করেছেন পিটিআই নেতা আলী মোহাম্মাদ খান।

ইমরান খান বিশ্বাস করেন, ট্রাম্পের জয়ের কারণে পাকিস্তানের প্রতি যে নেতিবাচকতা রয়েছে তা দূর হবে, যা বাইডেনের আমলে ব্যাপক আকার ধারণ করেছে।

জিও নিউজের এক অনুষ্ঠানে আলী মোহাম্মদ খান বলেন, ট্রাম্পের জয়ের খবর জেনে ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে ট্রাম্পের সঙ্গে ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করেছেন। বলেছেন, বাইডেনের সময়ে হস্তক্ষেপ ও শত্রুতা বেড়েছে।

পিটিআই শুরু থেকেই অভিযোগ করে আসছে ২০২২ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। ইমরান খান মনে করেন বাইডেন প্রশাসন পাকিস্তানের বিষয়ে হস্তক্ষেপ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তৃতীয় বারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন তিনি এবং দুবার জয় পেয়েছেন এই রিপাবলিকান প্রার্থী। চার বছর আগে জো বাইডেনের কাছে পরাজয় স্বীকার করে নিলেও এবার ট্রাম্পের অসাধারণ প্রত্যাবর্তন দেখেছে সারাবিশ্ব।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেও শুরুতে তা মানতে নারাজ ছিলেন ট্রাম্প। ফলে তার সমর্থকরা ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িয়ে পড়েন। নির্বাচনে হারার পরও প্রেসিডেন্ট হিসেবে থাকার জন্য সেবার তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন, সেসব কার্যক্রমের সমালোচনা এখনো মানুষের মুখে মুখে ফেরে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version