ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে পালিত হয়েছে সূর্য পূজা। সূর্য পূজাকে স্থানীয়ভাবে বলা হয় ছট পূজা। প্রতি বছর কালীপূজার পর শুক্লা পক্ষের ষষ্টি তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এ পূজা করা হয়।
দিনাজপুর পুনর্ভবা নদীতে মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দূরীকরণসহ বিভিন্ন মানত পুরণে হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজারও পূণ্যার্থীর সমাগম ঘটে সূর্য পূজায়। নদীর তীর কানায় কানায় পূর্ণ হয়ে উঠে পূণ্যার্থীদের পদচারনায়।
সূর্য পূজা করতে আসা বিপ্লব পোদ্দার, শিলা পোদ্দার, মালা সরকার ও শুক্লা সাহা বলেন, সূর্য দেবতাকে সন্তুষ্ট করতেই এ পূজা করে থাকি। এ পূজাকে ছট পূজাও বলা হয়। ছট পূজার মাধ্যমে সূর্য দেবতা সন্তুষ্ট হয় আর আমাদের মনবাসনা, মানত পূরণ করে। এ আশায় আমরা প্রতি বছর ছট পূজা করতে আশি পুনর্ভবার তীরে। এছাড়াও জগতের সকলের শান্তি কামনায় এ পূজা করা হয়ে থাকে।
এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম