বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় দশটি বাস পোড়ানোর ঘটনায় জড়িতদের ধরতে বেশিরভাগকে এরই মধ্যে সনাক্তের দাবি পুলিশের।
ডিএমপির সবশেষ তথ্য অনুযায়ী রাজধানীতে বাসে আগুন ও নাশকতা চেষ্ঠার ঘটনায় শাহবাগ ও পল্টন সহ সাতটি থানায় প্রায় ৪৭০ জনকে আসামি করে ১০টি মামলা হয়েছে।
ভাটারা থানার একটি মামলায় সর্বোচ্চ ৯৫ জনকে আসামি করা হয়েছে। মতিঝিল থানায় ২ মামলায় আসামি করা হয়েছে ৮৫ জনকে। শাহবাগ ও পল্টন থানায় ৪টি মামলায় আসামি করা হয়েছে ১৪৯ জনকে। সর্বোচ্চ ৯ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
ডিএমপি বলছেন নাশকতায় ভাড়াটে অপরাধীরা অংশ নেয়। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই বাস পোড়ানো হয় জানিয়ে তিনি আরো বলেন রাজনৈতিক পরিচয়ধারী অনেক আসামি রয়েছে যারা আগেও এ ধরণের ঘটনা ঘটিয়েছে।
ডিএমপির মিডিয়া শাখার পরিচালক আর জানান, বৃহস্পতিবারের ঘটনার পর রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।