Site icon Amra Moulvibazari

ফ্রান্সের দল থেকে বাদ পড়লেন এমবাপে

ফ্রান্সের দল থেকে বাদ পড়লেন এমবাপে


রিয়াল মাদ্রিদের জার্সিতে খুব বাজে সময় কাটছে কিলিয়ান এমবাপের। এবার জাতীয় দলের জার্সি থেকেও বঞ্চিত থাকতে হচ্ছে তাকে। কারণ, আগামী ১৪ ও ১৭ নভেম্বরে যথাক্রমে ইসরায়েল ও ইতালির বিপক্ষে উয়েফা নেশনন্স লিগের ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি কিলিয়ান এমবাপেকে। যদিও কোচ দিদিয়ের দেশম তাকে বাদ দেওয়ার তেমন কোন ব্যাখ্যা দেননি।

দল নিয়ে দেশম বলেন, ‘তার (এমবাপ্পে) সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আমি তাকে দলে না নেওয়ার কথা ভেবেছিলাম এবং শেষ পর্যন্ত ওই সিদ্ধান্তই নিয়েছি। আমার মনে হয়েছে এটাই ঠিক এবং এটা নিয়ে তর্কে যেতে চাই না।’

দেশম জানিয়েছেন, এমবাপে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলতে চেয়েছিলেন। তাকে দলে না নেওয়ার ক্ষেত্রে অক্রীড়াসুলভ কোন কারণ নেই। তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত শুধু আসন্ন দুই ম্যাচের জন্য বলেও উল্লেখ করেন তিনি।

এমবাপে গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও দলে ছিলেন না। সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে ম্যাচও খেলেছিলেন। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠার অজুহাতে জাতীয় দলের হয়ে ম্যাচ দুটি খেলেননি। ওটাই তাকে দলে না নেওয়ার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ফ্রান্সের দল

গোলরক্ষক: লুকাস চাভেলিয়ার, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার: জোনাথন ক্লস, লুকাস ডিগনি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গুন্দোউজি, এনগোলা কন্তে, মানু কনে, আদ্রিয়ান র‌্যাবিও, ওয়ারেন জায়ার এমেরি।

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, উসমান ডেম্বেলে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুনকু, মিকায়েল অলিস, মার্কাস থুরাম।

আইএইচএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version