Site icon Amra Moulvibazari

মহামায়া লেকে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

মহামায়া লেকে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী


চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে গিয়ে ১৭ বছরের এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার মহামায়া এলাকার গহীন পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও ফেনী সদর থেকে মহামায়া ঘুরতে আসেন প্রেমিক যুগল। এ সময় তারা একান্ত সময় কাটানোর জন্য মহামায়া লেকের গহীনে গেলে তাদের অনুসরণ করতে থাকেন তিন যুবক। প্রথমে তাদের ভিডিও করেন। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধর্ষণের ঘটনায় জড়িত সবাই মিরসরাই উপজেলার দুর্গাপুর এলাকার। বখাটেদের ব্যবহার করা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মিরসরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, মহামায়া লেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্তকরণ এবং গ্রেফতারের চেষ্টা চলছে।

এম মাঈন উদ্দিন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version