Site icon Amra Moulvibazari

কলকাতা আমার ঘরের মতোই; সাকিব আল হাসান

কলকাতা আমার ঘরের মতোই; সাকিব আল হাসান

ভারত-বাংলাদেশ সম্পর্ক চিরকাল অটুট থাক এবং আরো উন্নত হোক। বৃহস্পতিবার কলকাতায় কালী পূজা উদ্বোধন করতে গিয়ে এই মন্তব্য করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি বলেন কলকাতা তার কাছে নিজের ঘরের মতোই। তাই আমন্ত্রণে রাজি হয়েছেন তিনি। এ সময় বিশেষ সম্মাননা হিসেবে বেশ কিছু পুরস্কার তুলে দেয়া হয় সাকিবের হাতে।

কলকাতার কালী পূজা ১৪ নভেম্বর হলেও বৃহস্পতিবার উত্তর কলকাতার কাঁকুড়গাছী আমরা সবাই সার্বজনীন শ্যামা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।  এ সময় বিভিন্ন শহর থেকে সাকিবকে দেখতে ভিড় জমান তার ভক্তরা।

অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, উপদূতাবাস প্রধান তৌফিক হাসান ও উপ দূতাবাসের কর্মকর্তারা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Exit mobile version