Site icon Amra Moulvibazari

আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতার ওপর হামলা, ডিম নিক্ষেপ

আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতার ওপর হামলা, ডিম নিক্ষেপ


নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মীমের ওপর আদালত প্রাঙ্গণে হামলা হয়েছে। এসময় ডিম নিক্ষেপ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জেলা বিএনপি অফিস পোড়ানো, ছাত্রদের ওপর হামলা ও মারধরের ঘটনায় করা মামলায় বুধবার (৬ নভেম্বর) রাতে রংপুরের পীরগঞ্জ থানার ভেন্ডাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় মনিরুল ইসলামকে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

সন্ধ্যায় আদালত থেকে জেলা কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে ডিম নিক্ষেপ ও হামলা চালানো হয়। এসময় পুলিশ তাকে আদালতের ভেতরে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা কোর্ট ইন্সপেক্টর (চলতি দায়িত্ব) এস এম সুলতান মাহমুদ জাগো নিউজকে বলেন, কারাগারে নেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। আমরা পরে তাকে আদালতের বারান্দায় ঢুকিয়ে কেঁচিগেট লাগিয়ে দেই। পরবর্তী সময়ে সেনা সদস্যরা এলে তাকে কারাগারে পাঠানো হয়।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version