Site icon Amra Moulvibazari

৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে: মীর হেলাল

৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে: মীর হেলাল


১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশ ও জাতি নতুন দিশা পেয়েছিল বলে মন্তব্য করে এ দিন সরকারি ছুটি বহালের দাবি জানিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের ষোলশহর বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতি বেদিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল এ কথা বলেন।

মীর হেলাল বলেন, বিএনপি সরকারের আমলে দিনটি ছিল সরকারি ছুটি। তবে আওয়ামী লীগের দেড় যুগের শাসনামলে দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি বিএনপি। তাই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে।

তিনি বলেন, এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। অভূতপূর্ব এক সংহতির নজির সৃষ্টি হয় দেশের রাজনীতিতে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির প্রমুখ।

এএজেড/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version