Site icon Amra Moulvibazari

কোল পাওয়ারের এমডির পদত্যাগ দাবিতে মানববন্ধন

কোল পাওয়ারের এমডির পদত্যাগ দাবিতে মানববন্ধন


কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হকের পদত্যাগ ও মেঘনা গ্রুপের সঙ্গে সম্পাদিত কয়লা চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

বৃহস্পতিবার দুপুরে কাজী নজরুল ইসলামী সরণিতে অবস্থিত কোল পাওয়ার জেনারেশন কোম্পানির অফিসের সামনে মানববন্ধন হয়।

মানববন্ধনে লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ফিরোজ কবীর বলেন, বিগত সরকারের দোসররা পরিকল্পিতভাবে সরকারের প্রায় ১ হাজার কোটি টাকা ক্ষতি করেছে। অবিলম্বে আওয়ামী ফ্যাসিস্ট কোম্পানি মেঘনার সঙ্গে কয়লার টেন্ডার চুক্তি বাতিল করতে হবে। কোল পাওয়ার জেনারেশনের এমডি নাজমুল হককে অবিলম্বে পদত্যাগ করতে হবে। চুক্তি বাতিল এবং এমডির পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, মেঘনা গ্রুপের কোম্পানি ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ভারতের আদিত্য বিরলা গ্লোবাল ট্রেডিং কোম্পানি পিটিই কনসোর্টিয়ামকে ৩৫ লাখ মেট্রিক টন কয়লা সরবরাহের জন্য কার্যাদেশ প্রদান করা হয়েছে। এ প্রতিষ্ঠানকে বাজারমূল্যের চেয়ে বাড়তি দরে কয়লা ক্রয়ের কার্যাদেশ দেওয়ায় এক বছরে সরকারের গচ্চা যাবে ৯১৬ কোটি ৪৪ লাখ টাকা। এর দায় কোল পাওয়ার জেনারেশনের এমডি নাজমুল হকের।

এমওএস/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version