জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউভিশন সলিউশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাফি ভূঁইয়া। এছাড়া প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মারিয়া হাওলাদার।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাপান-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান একেএম কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৭ অক্টোবর এবং ৬ নভেম্বর অনুষ্ঠিত ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সংগঠনটি ১৬ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ নির্বাচন করেছে। নির্বাচনে ৭১টি জাপানি কোম্পানি সদস্যসহ মোট ৩১৩ সদস্যের মধ্যে ভোটিং প্রক্রিয়ায় ৬১.৯৮ শতাংশ সদস্য অংশগ্রহণ করেন।
এর আগে রাফি তিন মেয়াদে (২০১৬-২০২২) চেম্বারের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ২০২২-২০২৪ এবং ২০২৪-২০২৬ মেয়াদে সদস্য ছিলেন মারিয়া।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এমইউএফজি ব্যাংক ঢাকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ কেনজি কিমুরা।
এসআরএস/এমএইচআর/এএসএম