Site icon Amra Moulvibazari

মনোবিজ্ঞানী আফজাল হোসেনকে উদ্ধারের গল্প

মনোবিজ্ঞানী আফজাল হোসেনকে উদ্ধারের গল্প


একাধারে তিনি লেখক, বিজ্ঞাপন নির্মাতা, চিত্রশিল্পী, নাট্য পরিচালক। অনেক গুণের এই শিল্পীর নাম আফজাল হোসেন। একজন অভিনেতা হিসেবেই অবশ্য দর্শকের কাছে সবচেয়ে বেশি সমাদৃত তিনি। মঞ্চ, টেলিভিশন, সিনেমার পাশাপাশি ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘কারাগার’, ‘পেটকাটা ষ’ ও ‘বোধ’ সিরিজগুলো দিয়ে কাজ করেছেন ওটটিেতেও।

এই অভিনেতা আবারও যুক্ত হচ্ছেন নতুন একটি ওয়েব সিরিজে। ১৩ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘মেসমেট’। এতে মনোবিজ্ঞানীর চরিত্রে হাজির হবেন আফজাল।

২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘কারাগার ২’ ওয়েব সিরিজে সর্বশেষ দেখা মিলেছিল আফজাল হোসেনের। এরপর শিহাব শাহীনের ‘বাবা সামওয়ান’স ফলোয়িং মি’ ওয়েব ফিল্মে অভিনয়ের কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সেটি আর হয়নি। তখন সুস্থ হয়ে তিনি অংশ নিয়েছিলেন মেসমেট সিরিজে। সেটিই এবার অবমুক্ত হচ্ছে অন্তর্জালে।

পলাশ পুরকায়স্থর ‘মেসমেট’ উপন্যাস অবলম্বনে একই নামে সিরিজটি বানিয়েছেন জন মিল্টন। সম্প্রতি বঙ্গর ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে ট্রেলার। আড়াই মিনিটের ট্রেলারে দেখা গেল, দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় মামুনকে। স্বপ্নে সে মানুষের মৃত্যু দেখে। যেভাবে সে স্বপ্ন দেখে, সেভাবেই মানুষটি মারা যায়। পরামর্শ নিতে মামুন শরণাপন্ন হয় আফজালুর রহমান নামের এক মনোবিজ্ঞানীর।

একসময় নিজেই নিখোঁজ হয় মনোবিজ্ঞানী। তাকে খুঁজতে গিয়ে গোয়েন্দা বিভাগ পড়ে যায় অথৈ সাগরে। এগিয়ে চলে তাকে উদ্ধারের গল্প।

মেসমেট সিরিজে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। আরও আছেন শিকদার মুকিত, আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ, মাসুম বাশার, নাজমুস সাকিব প্রমুখ।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version