Site icon Amra Moulvibazari

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে


দুই দিন বৃষ্টির পর আজ সারাদেশে বৃষ্টি কমেছে। এতে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, এখন শেষরাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলেও খুব বেশি গরম থাকবে না। এ মাসের মাঝামাঝি দেশে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে, তখন তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে এবং শীতের অনুভূতি বাড়তে থাকবে।

তিনি বলেন, আগামী শনিবার থেকে দু’একদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকাল বুধবার দেশের চার বিভাগে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে মোংলায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।

আরএএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version