Site icon Amra Moulvibazari

ফ্রিজে যেভাবে ডিম রাখলে সহজে নষ্ট হবে না

ফ্রিজে যেভাবে ডিম রাখলে সহজে নষ্ট হবে না


প্রায় প্রতিদিনই পাতে ডিম রাখেন কমবেশি সবাই। মাছ-মাংসের চেয়েও ডিমের চাহিদা বেশি। আর এ কারণে একসঙ্গে বেশি করে ডিম কিনে ঘরে সংরক্ষণের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে ফ্রিজে ডিম সংরক্ষণই সেরা বিকল্প হতে পারে।

আর সব ফ্রিজে আছে ডিম রাখার ব্যবস্থা। যদিও ফ্রিজে ডিম রাখলে তা দীর্ঘদিন ভালো থাকে, সেক্ষেত্রে সংরক্ষণও করতে হবে সঠিক উপায়ে। জেনে নিন সঠিক উপায়ে ফ্রিজে ডিম রাখার কৌশল-

>> ডিম বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজে রাখতে হবে। অপরিষ্কার ডিম কখনই খাবেন না। ডিমের গায়ে লেগে থাকা যাবতীয় নোংরা পরিষ্কার করে তারপর তা ফ্রিজে রাখতে হবে।

>> দোকান থেকে যে প্যাকেট বা কাগজের ঠোঙায় ডিম কিনে আনেন সেখান থেকে ডিম বের করে ফ্রিজে রাখতে হবে।

>> ফ্রিজে ডিম রাখার যে বিশেষ ট্রে আছে সেখানে ডিমের তুলনায় সরু অংশ রাখুন নীচের দিকে। আর চওড়া দিক রাখুন উপরে।

>> আমাদের দেশে যে ধরনের আবহাওয়া, সেখানে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ডিম না রাখাই ভালো। নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

>> ফ্রিজে তাপমাত্রা ৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার থেকে কম রাখতে হবে ডিম সংরক্ষণের জন্য। ডিম কেনার পর বেশিদিন তা ফ্রিজে রাখবেন না। কারণ ফ্রিজের মধ্যে থাকা ডিমও নষ্ট হয়ে যেতে পারে যদি সেটা অনেকদিন ধরে থাকে।

>> ডিম সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রার হেরফের হলে ডিমের মধ্যে ব্যাকটেরিয়া বাসা বাঁধবে। আর সেই ডিম খেলে আমাদের শরীরে ব্যাকটেরিয়াজাত ইনফেকশন হতে বাধ্য।

>> ডিম একটু পুরোনো হয়ে গেলে তা ভালো আছে কি না বোঝার জন্য বিশেষ একটা পরীক্ষাও করতে পারেন। সাধারণ তাপমাত্রার পানি নিয়ে তার মধ্যে ডিম ফেলে দিন। যদি ডুবে যায় বুঝবেন ডিম ভালো আছে, আর ভেসে উঠলে বুঝবেন ডিম পুরোনো হয়েছে কিংবা নষ্ট হয়ে গেছে।

সূত্র: এবিপি লাইভ

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version