Site icon Amra Moulvibazari

চুক্তির পরদিনই নাগারনো-কারাবাখ অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েন!

চুক্তির পরদিনই নাগারনো-কারাবাখ অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েন!

বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চলে উড়ছে রাশিয়ার পতাকা। সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছেন রুশ সেনারা। দেশটির প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার প্রাথমিকভাবে অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে কয়েকশো সেনা।

রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তিকে আর্মেনিয়ার বিপক্ষে নিজেদের বিজয় হিসেবে দেখছেন আজারবাইজানের জনগণ। রুশ সেনা পৌছানোর খবরে আনন্দে রাস্তায় নেমে আসেন আজারবাইজানের সাধারণ মানুষ।

বহুদিন ধরে নাগারনো-কারাবাখ অঞ্চলের একটি বিশাল অংশের দখল ধরে রেখেছিল আর্মেনিয়া। যদিও আন্তর্জাতিকভাবে এই অঞ্চল্গুলো আজারবাইজানের মালিকানাধীন।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিব জানিয়েছেন, খুব শীঘ্রই আর্মেনিয় সেনারা সেখান থেকে চলে যেতে শুরু করবে।

চুক্তির ফলে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা কমলেও সেনা মোতায়েন নিয়ে রাশিয়া তুরস্ক দ্বন্দের আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার চুক্তির পর নাগারনো-কারাবাখে রুশ এবং তুর্কি সেনা মোতায়েনের কথা জানিয়েছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট।

কিন্তু এরপরই এক বিবৃতিতে ক্রেম্লিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ জানিয়েছেন চুক্তিতে তুর্কি সেনা মোতায়েনের বিষয়ে উল্লেখ নেই। এ বিষয়ে এখনো তুরস্কের প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Exit mobile version