Site icon Amra Moulvibazari

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির আসামি গ্রেফতার

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির আসামি গ্রেফতার


কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল হোসেনকে (৫১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল নেত্রকোনা সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল হোসেনকে নেত্রকোনার সদর থানা শ্রীধরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙে পড়ে। সেই সুযোগে আবুল হোসেন কারাগারে অবস্থানরত অন্যান্য আসামির যোগসাজশে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে জেল ভেঙে পালিয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে। গ্রেফতার আবুল হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

টিটি/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version