Site icon Amra Moulvibazari

ফরিদপুরে তালগাছ থেকে পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

ফরিদপুরে তালগাছ থেকে পড়ে প্রাণ গেলো বৃদ্ধের


ফরিদপুরের সালথায় তালগাছের মাথা থেকে পড়ে কার্তিক দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ফসলি জমির মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত কার্তিক দেবনাথ ফুলবাড়িয়া গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিজের জমিতে পেঁয়াজ আবাদ করার জন্য প্রস্তুতি নেন কার্তিক। কিন্তু জমির মধ্যে থাকা একটি তালগাছের পাতার ছায়ায় পেঁয়াজ ক্ষেতের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। তাই বুধবার বেলা ১১টার দিকে কার্তিক প্রায় ৩০ ফিট লম্বা ওই তালগাছের মাথায় উঠে ডাল-পালা কাটছিলেন। এ সময় তালগাছের মাথা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বল্লভদী গ্রামের বাসিন্দা খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, ফসলি জমিতে ছায়া পড়ে, তাই তালগাছের ডাল-পালা কাটছে গিয়ে গাছ থেকে পড়ে যায় বৃদ্ধ কার্তিক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এন কে বি নয়ন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version