Site icon Amra Moulvibazari

নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে কলাম লেখায় জবি শিক্ষক বহিষ্কার

নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে কলাম লেখায় জবি শিক্ষক বহিষ্কার


ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে সক্রিয় অবস্থান এবং সম্প্রতি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পক্ষে কলাম লেখাসহ নানা অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির মুখে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সাময়িক বহিষ্কার শিক্ষকের নাম মো. আবু সালেহ সেকেন্দার। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।

বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় এবং সাধারণ শিক্ষার্থী ও বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির আনীত অসদাচরণ ও নৈতিক স্খলণের অভিযোগের প্রেক্ষিতে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ ধারার আলোকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ধারা ১১(১০) মোতাবেক সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সালেহ সেকেন্দারকে বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

জানা যায়, আবু সালেহ সেকেন্দার জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আসছেন। ‘ছাত্রলীগকে নিষিদ্ধ বুদ্ধিবৃত্তিক ভুল সিদ্ধান্ত’ আখ্যায়িত করে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ও আওয়ামী লীগ সরকারকে পুর্বহালে অপচেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে তারা আন্দোলনেও নামেন।

শুধু তাই নয়, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকসহ শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে আক্রমণাত্মক স্ট্যাটাসসহ নানা মন্তব্য করার অভিযোগ রয়েছে আবু সালেহ সেকেন্দারের বিরুদ্ধে। তাছাড়া তার বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ আসায় বিভাগের অ্যাকাডেমিক সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে ক্লাস পরীক্ষা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version