Site icon Amra Moulvibazari

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধার মুখে বিআইডব্লিউটিএ!

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধার মুখে বিআইডব্লিউটিএ!

নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ। নদীর তীরে জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে যুবরাজ সুপারমার্কেট।

মঙ্গলবার দুপুরে ওই মার্কেটের শতাধিক দোকান উচ্ছেদ করতে গেলে বিআইডব্লিউটিএর পথ রোধ করে বাধা দেয় দখলদাররা। এক পর্যায়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে দখলদাররা উচ্চ আদালতের স্থগিতাদেশ দেখালে সেখানে অভিযান স্থগিত করা হয়।

পরে পাশের একটি বালু উত্তোলঙ্কারী ড্রেজারসহ বেশ কিছু অবোইধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। তবে উচ্চ আদালতের জবাব দিয়ে রিট নিষ্পত্তি করে আবারো নদীর জায়গা দখল করে নির্মাণাধীন মার্কেটে অভিযান চালানোর কথা জানায় বিআইডব্লিউটিএ।

Exit mobile version