Site icon Amra Moulvibazari

আকবরের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে হাজারো জনতার ঢল

আকবরের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে হাজারো জনতার ঢল

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্যাট আবুল কাশেমের আদালতে হাজির করা হয় বন্দরবাজার ফাঁড়ির সদ্য বহিষ্কৃত ইনচার্জ এস আই আকবর হোসেন ভুঁইয়াকে।

আদালতে যখন নিজেকে নির্দোষ দাবি করে বহিষ্কৃত আকবর হোসেন বক্তব্য দিচ্ছিলেন তখন বাইরে অপেক্ষমাণ জনতা আকবরের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছিল। এ সময় জনতার ঢল সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।

পিবিআই সিলেটের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেন ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

রায়হান হত্যা মামলায় এ পর্যন্ত চার পুলিশকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার সিলেটের কানাইঘাট সীমান্তে খাঁসিয়াদের হাতে ধরা পড়ে আকবর। পরে পুলিশ এসে কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে।

Exit mobile version