Site icon Amra Moulvibazari

পাপের ভারে আওয়ামী লীগ ডুবে গেছে: প্রিন্স

পাপের ভারে আওয়ামী লীগ ডুবে গেছে: প্রিন্স


বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ ইসলামি মূল্যবোধ বিরোধী কার্যকলাপ চালিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। চুরি-দুর্নীতি করতে করতে মসজিদ নির্মাণেও দুর্নীতি করেছে। এসব পাপের ভারে আওয়ামী লীগ ডুবে গেছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা গ্রামে মসজিদের ওজুখানা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘সরকারে না থেকেও আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় উন্নয়ন কাজ করছি। জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার সুযোগ পেলে আমরা দেশ ও জনগণের কল্যাণে সততার সঙ্গে কাজ করবো।’

বিএনপি প্রতিশোধ, প্রতিহিংসা নয়; সম্প্রীতি, সৌহার্দের নীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু যারা গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে, দুর্নীতি, লটপাট করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। তারা দেশ ও জনগণের শত্রু। তাদের সঙ্গে কোনো আপস নেই।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা পরান আলী কাঞ্চু, আরফান আলী, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, আব্দুল মান্নান মানু, বাচ্চু তালুকদার, উপজেলা শ্রমিক দলেরসহ সভাপতি লিলু মিয়া, উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফয়জুর রহমান তালুকদার প্রমুখ।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version